গাজীপুরে ‘নাক-কানের ভুয়া ডাক্তার’ গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব।

নগরীর চান্দনা চৌরাস্তার আপন ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আক্তারুজ্জামান (৩৭) সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমাবাদ এলাকার চাঁদ আলীর ছেলে।

পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, আক্তারুজ্জামান নাক, কান ও গলা রোগের বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আক্তারুজ্জামান জানান, বাগেরহাটের ডা. আকরাম হোসেন দিদার ২০১৪ সালে মারা যান। পরে তার সনদ তিনি ব্যবহার শুরু করেন।

এর আগে মাদারীপুর ও চাঁদপুরে গ্রেফতার হয়ে জেল খাটেন প্রতারক আক্তারুজ্জামান।

আরও খবর