কাশিমপুর কারাগারে খালাফ হত্যাকারীর ফাঁসি কার্যকর

আলোকিত প্রতিবেদক : সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যা মামলায় এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

রবিবার রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা এলাকার বাসিন্দা ছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ জানান, রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২০১২ সালের ৫ মার্চ রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ খালাফ আল আলী পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে একই বছরের ৩০ ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচজনকে ফাঁসির আদেশ দেন।

পরে হাইকোর্টে আপিলে আসামি আল আমিন, আকবর আলী রবি ও রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সেলিম চৌধুরী খালাস পান।

আরও খবর