রাঙামাটিতে ব্রাশফায়ার : পোলিং অফিসারসহ নিহত ৭

আলোকিত প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পোলিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এতে পুলিশসহ আহত ১৬ জনের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন সহকারী পোলিং অফিসার ও কিশোলয় স্কুলের সহকারী শিক্ষক আমির হোসেন, আনসার-ভিডিপি নেত্রী জাহানারা বেগম, সদস্য বিলকিস আক্তার, আল-আমিন, আবু তৈয়ব, মন্টু চাকমা এবং মিহির কান্তি দত্ত।

পুলিশ জানায়, সাজেক ইউনিয়নের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট গ্রহণ শেষে দুটি জিপে করে তারা সদরে ফিরছিলেন। তখন একদল সন্ত্রাসী ব্রাশফায়ার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

২৭ বিজিবির কমান্ডার কর্নেল মাহাবুল ইসলাম জানান, ওই এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও খবর