গাজীপুরে ৪ ‘ভুয়া গোয়েন্দা’ গ্রেফতার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে চার ভুয়া ডিবি, র‌্যাব ও ডিজিএফআই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জিএমপির সিনিয়র সহকারী কমিশনার (ডিবি) রুহুল আমিন সরকার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইয়াছিন রানা (২৬), কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার দীপু (২১), ময়মনসিংহের গৌরীপুরের বুগাই নগর এলাকার আলমগীর (২৫) ও নওগাঁর কুড়মইর এলাকার গোলাম মোস্তফা (৫৮)।

ব্রিফিংয়ে জানানো হয়, অভিযুক্তরা গত ১৬ মার্চ রাতে টঙ্গী থেকে নওগাঁর মুফতি মিজানুর রহমানকে অপহরণ করেন। পরে লালবাগে আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ডিবি পুলিশ সোমবার রাতে টঙ্গী থেকে আলমগীরকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের গ্রেফতার ও ভিকটিমসহ প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আরও খবর