কাপাসিয়ায় কেন্দ্র ফাঁকা-জাল ভোট : আ.লীগ এগিয়ে
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় অধিকাংশ ভোট কেন্দ্র ছিল ফাঁকা।
আমেজহীন পরিবেশে ভোটার উপস্থিতি কম থাকার পাশাপাশি একাধিক প্রার্থী জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন।
অন্য নির্বাচনগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেলেও এই নির্বাচনে তেমনটি চোখে পড়েনি।
উপজেলার ১১টি ইউনিয়নের ১১৯টি ভোট কেন্দ্রের অধিকাংশ কেন্দ্র পরিদর্শন ও খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। দুপুরের ভ্যাপসা গরমে কেন্দ্রের ভেতরে অনেককে ঘুম কিংবা ঝিমাতে দেখা গেছে।
আওয়ামী লীগ অধ্যুষিত কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি কাঙ্ক্ষিত ছিল না। কিছুক্ষণ পরপর দু-একজন করে ভোটার কেন্দ্রে আসেন। তবে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বেলা ১১টার দিকে তরগাঁওয়ের চিনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার লাইন ফাঁকা। কয়েকজন নিরাপত্তাকর্মী বেঞ্চে বসে ঝিমুচ্ছেন। মাঠে ঘুমাচ্ছে কয়েকটি কুকুর।
দুপুরে কড়িহাতার প্যাঁচুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নবম-দশম শ্রেণির দুই ছাত্র তাদের আঙুলের টিপ দেওয়ার কালি মুছতে মুছতে বের হয়ে আসছে। জিজ্ঞাসা করতেই তারা জাল ভোট দেওয়ার কথা স্বীকার করে।
জানতে চাইলে প্রিজাইডিং অফিসার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস সাদেক উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইসমত আরাকে জানালে তিনি কিশোরদের আটক করার কথা বললেও প্রিজাইডিং অফিসার কৌশলে ছেড়ে দেন।
বেলা দুইটার দিকে বারিষাবরের লোহাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমানত হোসেন খান বলেন, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম হলেও বিকেলে বাড়তে পারে। আমি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
পৌনে তিনটার দিকে সিংহশ্রী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, ২০৬৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪১১ জন।
নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, ১৯০০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৫০টি।
ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে রায়েদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, ৩৪০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৭০০ জন।
ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা প্রতীকে আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা সরকার এগিয়ে রয়েছেন।