কাপাসিয়ায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মঞ্জুরুল আলম।
এ সময় পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর ও গাজীপুরের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপ-পরিচালক আবুজর গিফারী, প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, সমন্বয়ক দেওয়ান আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক আসিফ মোহাম্মদ, জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম, ডা. আবু হাসান মোস্তফা প্রমুখ।