কাপাসিয়ায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আজহারুল হক।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় কর্মশালাটিতে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মঞ্জুরুল আলম, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ইনস্টিটিউটের উপ-পরিচালক আবুজর গাফফারী, সমন্বয়ক দেওয়ান আশরাফুল ইসলাম, আসিফ মোহাম্মদ, জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।
পরে ইনস্টিটিউটের উদ্যোগে শিশুর অধিকার সুরক্ষায় প্রচারমূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা।