গাজীপুর ও কাপাসিয়া সফরে বিশ্বব্যাংক প্রতিনিধি দল

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি দল গাজীপুরের কাপাসিয়া সফর করেছে।

সোমবার বিকেলে সংস্থাগুলোর ২০ জন প্রতিনিধি উপজেলা হিসাবরক্ষণ অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করেন।

তারা অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি কর্তৃক প্রণীত আইবিএএসর কার্যকারিতা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়।

হিসাবরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলাম পেনশন, বেতন ও নববর্ষ ভাতা প্রদানের কার্যক্রম প্রতিনিধি দলকে অবহিত করেন।

তিনি ৭২৮ জন সরকারি প্রাথমিক শিক্ষকের চলতি মাসের এক কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৮০৬ টাকা প্রদানের প্রক্রিয়াও মনিটরে দেখান।

এ ছাড়া তারা পিইডিপি, কাবিখা ও কাবিটাসহ অনুদানের টাকা স্কুল, মসজিদ এবং সামাজিক কাজে প্রদানের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন ফুরকান আহমেদ সালেম, রবিন ভান কিপার স্লোইজ, নিকেইসা রোসেল, রিজওয়ানা তাবাসসুম, নাসিরা আহসান, ওইনস্টোন পারসি ওনিপেড কোল, রিয়াজ উদ্দিন চৌধুরী, রুবাবা আনোয়ার, ফ্রান্সেসকো ইলিসিও, কিশোয়ার আমিন, নাদিয়া রশিদ, রাকিবুল ইসলাম, লুক মুকুবো, আফরোজা চৌধুরী মিমি, মঈন উদ্দিন আহমেদ, আবুল বাসার মো. আমির উদ্দিন, মাহফুজুর রহমান, কামাল উদ্দিন ও মঞ্জুর আলম।

এর আগে সকালে তারা জেলা হিসাবরক্ষণ অফিস, সিভিল সার্জন অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

আরও খবর