কাপাসিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর দিলেন প্রবাসী

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন সৌদি প্রবাসী শোয়াইব খান।

বুধবার সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামের সাহাব উদ্দিনের পরিবারকে দুই লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

দরিদ্র সাহাব উদ্দিন জানান, গত ২৭ ফেব্রুয়ারি কালবৈশাখী ঝড়ে তাদের একমাত্র থাকার ঘর উড়ে যায়। এতে তারা দিশেহারা হয়ে পড়েন।

তাদের তিন মেয়ে স্কুল ও কলেজে পড়ালেখা করছে। এ অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন।

বিষয়টি শুনে পাশের পিরিজপুর গ্রামের শোয়াইব হজ ট্রাভেলসের মালিক সহায়তার হাত বাড়ান। শুরু হয় ঘর নির্মাণ।

শোয়াইব খান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করছেন। ২৪ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের ওই ঘরটি দুই কক্ষবিশিষ্ট।

আরও খবর