শ্রীপুরে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ দেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক লাজু শামসাদ হক, উপজেলা কর্মকর্তা জিনাত শরমিন, আইইএম ইউনিটের মনিটরিং অফিসার প্রবীর কুমার সেন ও মেডিকেল অফিসার মুনজুরুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।

আরও খবর