কাপাসিয়ার দুর্গাপুরে অসহায়ের বসতভিটা দখলের পাঁয়তারা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : ক্ষুদ্র পান ব্যবসায়ী সঞ্জয় কুমার বর্মণের পূর্বপুরুষ শত বছর একই ভিটায় বসবাস করলেও প্রতিবেশী উত্তম কুমার বর্মণ নানা অত্যাচার করে জবর দখলের পাঁয়তারা করছেন।

সঞ্জয় কুমার ও তার ছোট ভাই মৃত্যুঞ্জয় কুমার রবিবার কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পানবরাইদ গ্রামের আরএস ৬৫০ নং দাগের ১২ শতাংশ জমিতে বসতভিটা ও বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করে তারা ভোগদখলে আছেন। গত ২০০৬ সাল থেকে তা দখলের চেষ্টা চলছে।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে সালিশি বৈঠকে রায় তাদের পক্ষে আসে। এরপরও বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সঞ্জয়ের স্ত্রীকে মারধর করা হয়।

পরে তিনি আদালতে মোকদ্দমা করলে বিচারক নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অপতৎপরতা অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে উত্তম কুমার বলেন, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালতের রায়ের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে।

আরও খবর