শ্রীপুরে অপপ্রচারের মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
গত ১২ এপ্রিল দলবল নিয়ে শ্রীপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে পৌর এলাকা ভাংনাহাটির নূরুল ইসলামের ছেলে সাংবাদিক শফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।
আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি আমলে নিয়ে পুলিশের তদন্ত সংস্থা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
আসামিরা হলেন হাবিবুর রহমান জুয়েল, মিনহাজ খান, ইসমাইল হোসেন সুজন, অপু সরকার, রাসেল আহমেদ, সাইফুল ইসলাম সাইফ, দেলোয়ার হোসেন শেখ, আলামিন, রুবেল দত্ত, মেহেদী জনি মন্ডল, শিপলু, হুসেইন মোহাম্মদ বাবু ও শারমিন সুলতানা মিতু।
এ ছাড়া মারধর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও চাঁদা দাবির ঘটনায় গাজীপুর আদালতে আরও দুটি মামলা করা হয়েছে।
বাদী অভিযোগ করেন, মামলার পর থেকে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।