কাপাসিয়া বাজারে ইজারাদারের জুলুমের প্রতিবাদ

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া কাঁচা বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।

ইজারাদারের জুলুমের বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বাজারে সরকার নির্ধারিত খাজনা আদায়ের সাইনবোর্ড না থাকায় কয়েক বছর ধরে অনিয়ম ও জুলুম চলছে। ইজারাদাররা বেশি টাকায় ইজারা নিয়ে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন।

এ নিয়ে প্রায় সময় ঘটে অপ্রীতিকর ঘটনা। বর্তমান ইজারাদার টাকার বিনিময়ে নতুন নতুন দোকানও বসাচ্ছেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, খাজনা আদায় নিয়ে ইজারাদারের সাথে ব্যবসায়ীদের মতবিরোধ হয়েছে। উভয় পক্ষের সাথে বসে সমাধান করা হবে।

ইজারাদার মোশারফ হোসেন বলেন, আমি ৬০ লাখ টাকায় ইজারা নিয়েছি। খালি জায়গায় দোকান বসাতেই পারি।

তিনি আরও বলেন, যাদের ব্যবসা করতে ভাল লাগে না, তারা চলে যাবে। আমার বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে তাকে দোকান থেকে উঠিয়ে দেওয়া হবে।

আরও খবর