কাপাসিয়ায় ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু : হাসপাতাল সিলগালা
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার আমরাইদ জেনারেল হাসপাতালে ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত তানিয়া (২০) উপজেলার বারিষাবরের স্যানিটারি ব্যবসায়ী রায়হানের স্ত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা হাসপাতালটি সিলগালা করে দিয়েছেন।
নিহতের পরিবার জানায়, প্রসব ব্যাথা উঠলে গত সোমবার তানিয়াকে আমরাইদ বাজারে অবস্থিত ওই হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ডা. জাহিদুল ইসলাম সিজার করেন।
এতে তানিয়ার পুত্র সন্তান হয়। কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণের পর বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গভীর রাতে তানিয়ার লাশ হাসপাতালে এনে তার স্বামীর সাথে আড়াই লাখ টাকায় আপোস করা হয়। খবর পেয়ে কির্তুনীয়া গ্রামের বাবার বাড়ির লোকজন ক্ষুব্ধ হন।
সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিকেলে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হাসপাতালের লোকজন পালিয়ে যান।
এদিকে ইউএনও হাসপাতালটি পরিদর্শন করতে গিয়ে কয়েকজন রোগীকে চিকিৎসার অভাবে কাতরাতে দেখেন। পরে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসব ঘটনায় তিনি হাসপাতাল সিলগালা করে দেন। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট আয়েশা সিদ্দিকাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তানিয়ার মা মাহমুদা ও চাচি রুমা জানান, জরায়ু ও প্রস্রাবের পথ সেলাই করে বন্ধ করায় প্রচণ্ড ব্যথা এবং রক্তক্ষরণ হচ্ছিল বলে তাদের ধারণা।
এ ব্যাপারে হাসপাতালটির এমডি জহিরুল আলম সিকদার দাবি করেন, ভুল অপারেশনে নয়, বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ায় তানিয়ার মৃত্যু হয়েছে।