কাপাসিয়ায় কলেজ ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ : বখাটে গ্রেফতার
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক এইচএসসি পরীক্ষার্থীর দুই হাত এসিডে ঝলসে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
দগ্ধ শিলা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় একই গ্রামের প্রবাসী আলমগীর হোসেন বেপারীর ছেলে সাগরকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
দগ্ধের পরিবার জানায়, আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শিলা কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এসিড নিক্ষেপ করা হয়। অপর অভিযুক্তরা হলেন সাগরের ভাই হৃদয় (১৭) ও কাজলের ছেলে ফাহিম (১৯)।
প্রত্যক্ষদর্শীরা শিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সাগর স্থানীয় বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা দিচ্ছিলেন। ফাহিম তার মামাতো ভাই।
খবর পেয়ে কাপাসিয়া থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আড়াল থেকে সাগরকে গ্রেফতার করে।
সিরাজ উদ্দিন জানান, বখাটে সাগর কলেজে আসা-যাওয়ার পথে তার মেয়েকে উত্ত্যক্ত করতেন। একাধিকবার নিষেধ করার পরও হুমকি-ধমকি দিতেন।
আড়াল জিএল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, শিলার ওপর এসিড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রবিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ওসি আবু বকর সিদ্দিক জানান, কোন দাহ্য পদার্থ দিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।