কাপাসিয়ায় ডিশ ব্যবসার দখল নিয়ে হামলা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় প্যাসিফিক ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ও সাংবাদিক গোলাম সারোয়ারের ওপর হামলা হয়েছে।

এ ঘটনায় কাপাসিয়া প্রেসক্লাবে সোমবার রাতে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে আহতের পরিবার।

লিখিত বক্তব্যে সারোয়ার বলেন, আমরা লাইসেন্স নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করছি। সম্প্রতি শ্রীপুরের মাওনার আসিফ ক্যাবল নেটওয়ার্ক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ডিস্ট্রিবিউটরদের বাধা দিচ্ছে।

তারা কাপাসিয়া ক্যাবলস নামে এলাকায় কার্যক্রম শুরু করছে। গত ২৩ এপ্রিল বিকেলে কাপাসিয়ার সোহরাব ও অলক এবং শ্রীপুরের বিল্লাল ও আফছার ঢাকা-কাপাসিয়া সড়কে লাইন টানানোর চেষ্টা করেন।

এ সময় আমরা বাধা দিলে তারা আলোচনার প্রস্তাব দেন। পরে নেমো ফিলিং স্টেশনে বসলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়।

গত রবিবার রাত আটটার দিকে বাড়ি থেকে প্রেসক্লাবের উদ্দেশে রওনা হলে ভাড়াটে সন্ত্রাসীরা মনির মাস্টারের বাড়ির সামনে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে। ছিনিয়ে নেয় টাকা ও মোবাইল।

খবর পেয়ে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত সোহরাব হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। এটা তাদের আন্তঃকোন্দল বা ব্যক্তিগত ঘটনা হতে পারে।

তিনি আরও বলেন, আমরা বৈধভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছি। এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অবহিত আছে।

আরও খবর