কাপাসিয়ায় সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত সভায় সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, গোলাম সারোয়ার, সমীর বনিক, আকরাম হোসেন রিপন, তপন বিশ্বাস, সাইদুল ইসলাম রনি প্রমুখ।
বক্তারা বলেন, ৩ মে সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ করতে হবে।
পরে প্রয়াত সাংবাদিক সৈয়দ আকরাম উদ্দিন আহমদ, বদর উদ্দিন হায়দার, আবদুস ছাত্তার ও আফছার উদ্দিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে রুহের মাগফেরাত কামনা করা হয়।