কাপাসিয়ায় লোকালয়ে ‘মেছোবাঘ’
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় লোকালয়ে মেছোবাঘের সন্ধান মিলেছে।
উপজেলা সদরের কান্দানিয়া গ্রাম থেকে শনিবার সকালে বাচ্চাটি আটকের পর ছেড়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে শরীফ শেখ বাড়ির পাশের আনারস ক্ষেতে মেছোবাঘের বাচ্চা দেখতে পান। পরে কয়েকজন মিলে ধরে খাঁচায় আটকান।
খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম ও শ্রীপুর রেঞ্জের গোসিংগা বিট কর্মকর্তা বিপ্লব ঘটনাস্থলে যান।
কিন্তু বন বিভাগের কর্মকর্তারা রাজি না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার পরামর্শে বাচ্চাটিকে ওই স্থানেই ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিট কর্মকর্তা বলেন, মেছোবাঘের বাচ্চা কৃষকের ক্ষতি করে না। তাই বন বিভাগ ও চিড়িয়াখানা গ্রহণে রাজি হয়নি।