কাপাসিয়ার টোকে ভুয়া পুলিশ গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত জুয়েল মন্ডল (৩৮) রংপুরের মিঠাপুকুর উপজেলার খোশালপুর গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল ওই ছাত্রীর সাথে রং নম্বরে বেশ কিছুদিন ধরে কথা বলে আসছিলেন। তিনি দুই দফায় তার কাছ থেকে ২০ হাজার টাকা বিকাশে নেন।
জুয়েল মঙ্গলবার সকালে তাদের বাড়িতে গিয়ে বিয়ের কথা বলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে সন্দেহ হয়। পরে টোক পুলিশ ক্যাম্পে খবর দিলে জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয় ধরা পড়ে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৪ (৬) ১৯।
বুধবার তদন্তকারী কর্মকর্তা এসআই বছির উদ্দিন জানান, মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা ও টাকা আত্মসাৎ করায় জুয়েলকে চালান করা হয়েছে।