কাপাসিয়ায় শ্যামলের ‘মাদক আখড়া’ পুড়িয়ে দিল এলাকাবাসী
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত মাদক ব্যবসায়ী শ্যামল মোল্লার আখড়া আগুনে পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে শনিবার সকালে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম ও পরিদর্শক মনিরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানান, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি মানিক বাজার এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে শ্যামল মোল্লার নেতৃত্বে মাদক ব্যবসা চলছে। তিনি দীর্ঘদিন ধরে ঘোরষাব বিলের বান্দরটিলা নামক স্থানের একটি টং ঘর থেকে ব্যবসা পরিচালনা করছেন।
তার সাথে হুমায়ুন, মোস্তাফিজ, হিরন ও তারেকসহ ডজন খানেক মাদক ব্যবসায়ী বিভিন্ন এলাকার উঠতি বয়সী ছেলেদের মাদক সেবনে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগ।
শুক্রবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী আখড়া ঘেরাও করেন। টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে আখড়াটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় সকালে শ্যামল মোল্লা প্রতিবাদকারী আবদুল্লাহ (২৫), তার বাবা অলেক চাঁন (৫৫), মা মোরশেদা খানম (৪০) ও বোনকে মারপিট করেন।
পরে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ছাড়া কয়েক দিন আগে প্রতিবাদকারী রিমনকে মারধর করলে তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান বলেন, এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মাদকের আখড়া পুড়িয়ে দিয়েছেন। শ্যামল মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।