শ্রীপুরে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গ্রাহকরা মানববন্ধন করেছেন।

বুধবার উপজেলার মাওনা চৌরাস্তায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জোনাল অফিসের সামনে এ মানববন্ধন হয়।

তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের শাহনাজ পারভীন বলেন, আমাদের এলাকার অধিকাংশ লোক বাড়ি ভাড়ার ওপর নির্ভরশীল। প্রি-পেইড মিটার স্থাপনের পর নতুন সমস্যায় পড়েছি। এখন যে কোন সময় টাকা শেষ হয়ে যায়।

কেওয়া পশ্চিমখন্ড গ্রামের জামাল উদ্দিন বলেন, হাজার হাজার গ্রাহক কারখানার শ্রমিক। আগে মাস শেষে বেতন পেয়ে বিল পরিশোধ করা হত। এখন অগ্রিম টাকা জমা দিলে বিদ্যুৎ মিলছে।

জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল বলেন, সরকারের কল্যাণে সবার ঘর বিদ্যুতের আলোয় আলোকিত। দ্রুত প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে। না হলে ক্ষুব্ধ গ্রাহকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় আগের চেয়ে অতিরিক্ত বিল নেওয়া ও মিটারের ডিসপ্লেতে ইউনিট খরচের কোন তথ্য না থাকার বিষয়টিও ওঠে আসে।

জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা বলেন, সরকারের সিদ্ধান্তের আলোকে পুরাতন মিটারের স্থলে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন করছি। এ নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই।

আরও খবর