সবচেয়ে দামি লাল হীরা

ডেস্ক নিউজ : পৃথিবীতে চার হাজারের বেশি খনিজ পদার্থ রয়েছে।

পদার্থগুলোর মধ্যে বেশির ভাগই আমাদের বাস্তব জীবনে চোখে পড়ে না।

কিছু খনিজ পদার্থ বেশ আকর্ষিক। এর মূল্যও আকাশচুম্বী।

লাল হীরা। এটি খনিজ পদার্থগুলোর মধ্যে সবচেয়ে দামি।

পৃথিবীতে এ পর্যন্ত ৩০টি লাল হীরার সন্ধান পাওয়া গেছে।

প্রতি ক্যারেট লাল হীরার মূল্য প্রায় ১০ লাখ মার্কিন ডলার।

red