কাপাসিয়ায় জমি আত্মসাৎ করতে প্রতিমা ভাঙচুরের মামলা
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া বাজারের একটি দোকানকে কেন্দ্র করে প্রয়াত ডাক্তার মোতাহার উদ্দিনের পরিবারকে সাজানো মামলায় হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোবায়ের আহমেদ আশিক এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের মোতাহার ডাক্তার বন্দোবস্ত মূলে দেড় শতাংশ ও তার স্ত্রী আমেনা বেগম ক্রয়সূত্রে পাঁচ শতাংশ জমির মালিক হন। এরপর দীর্ঘদিন বাজারের হিন্দু-মুসলিম ব্যবসায়ীদের সাথে মিলেমিশে ব্যবসা করেন।
তার মৃত্যুর পর বড় ছেলে মোর্শেদ উদ্দিন দোকানটি প্রতিবেশী তাপস বনিকের কাছে ভাড়া দেন। ২০০৯ সালে তাপস জমিটি আত্মসাতের উদ্দেশে জাল দলিল তৈরি করেন।
পরে এ নিয়ে আদালতে মামলা করা হয়। রায় পক্ষে আসার পর গত ১২ মে আদালতের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট ডাক্তার পরিবারকে দখল বুঝিয়ে দেন।
আশিক আরও বলেন, তাদেরকে হয়রানির উদ্দেশে তাপস কুচক্রী মহলের প্ররোচনায় ঘরে থাকা একটি প্রতিমা ভাঙচুরের মামলা করেছেন। অথচ এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
সম্প্রতি কয়েকটি টিভি চ্যানেলে উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে মামলাটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র সাহা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।