গাজীপুরে পার্কের গাছ পাচার : মাহমুদ বহাল তবিয়তে!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অনুমোদনবিহীন গাছ কাটা বন্ধ হয়েছে।
গত ১৮ জুন আলোকিত নিউজ ডটকমে গাছ পাচার সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তা বন্ধ করা হয়।
তবে ভারপ্রাপ্ত পার্ক বিট কর্মকর্তা মাহমুদার রহমানের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
সদ্য ছুটিতে যাওয়া বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন তাকে রক্ষা করছেন বলে অভিযোগ উঠেছে।
উদ্যান রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুল কবির আলোকিত নিউজকে বলেন, গাছ কাটা সম্পূর্ণ বন্ধ। কোন জায়গায় কী হয়েছে, ডিএফও তাকে ও এসিএফকে দেখতে বলেছেন।
গাছ পাচার সমাচার : উদ্যানের কিছু গাছ ও ডালপালা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেগুলো কাটা শুরু করে বিট অফিস।
পরে পিকআপযোগে মূল্যবান আকাশমনি গাছ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে কাপাসিয়া রোড দিয়ে পাচার করা হয়। গত ৩০ মে বিকেলের দৃশ্য আলোকিত নিউজের ক্যামেরায় ধরা পড়ে।
পিকআপের পেছনে নম্বর প্লেটে ‘বন বিভাগ’ লেখা মোটরসাইকেলে করে হেলমেট মাথায় এক বনপ্রহরী যান। তাই রাস্তায় কেউ বাধ সাধেননি।
ওয়াকিবহাল সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত গাছপালার নামে কয়েকটি সবল গাছও কাটা হয়েছে। আবর্জনা ও কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেসব মোথা।
সূত্র আরও জানায়, মাহমুদ ডিএফওর লোক হিসেবে পরিচিত। তিনি সিনিয়রদের ডিঙিয়ে ভারপ্রাপ্ত ফরেস্টারের দায়িত্ব পেয়ে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন।