কাপাসিয়ায় নানা আয়োজনে বঙ্গতাজের জন্মবার্ষিকী পালিত
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল কাইয়ুম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল হক সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, থানার ওসি রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ।
এ ছাড়া কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম প্রধানের পরিচালনায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া গড়ার লক্ষ্যে ‘রক্তদাতা সংগ্রহ ও ডেটাবেইস তৈরি’ শীর্ষক সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে স্থাপিত তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন।