কাপাসিয়ায় ‘পশুখাদ্য তুলা’ বিক্রির দায়ে জরিমানা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় পশুখাদ্য হিসেবে তুলা বিক্রির দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলার তরগাঁও হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় ব্যবসায়ী জাকির হোসেন বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১০০ বস্তা তুলা জব্দ করে পুড়িয়ে দেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, ঈদুল আজহা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান জনসাধারণের উদ্দেশে বলেন, উচ্ছিষ্ট তুলা গোখাদ্য হিসেবে ব্যবহার করলে পশুস্বাস্থ্য, মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে।

আরও খবর