গাজীপুরে শিক্ষক-কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়ার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।
সমিতির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চান্দনা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সাহাব উদ্দীন আহমেদ।
সম্মেলনের উদ্বোধন করেন চান্দনা স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পিরুজালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আইন উদ্দিন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আলী এরশাদ হোসেন আজাদ, প্রবীণ শিক্ষক ফখরুদ্দিন মৃধা প্রমুখ।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এ পর্যন্ত তিন হাজার ৩৪৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর মাঝে ১১ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা প্রদান করেছে।
গাজীপুর, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী এর সদস্য।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও মো. শাহাবুদ্দিন চেয়ারম্যান ও কাজী আবদুল লতিফ মহাসচিব নির্বাচিত হন।