আফিফের বীরত্বে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক : সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর মত ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশায় নিমজ্জিত হয়ে পড়ছিল ক্রিকেটপ্রেমীরা।
তখন অন্ধকারে আলোর দিশা হয়ে বিজয় রেখা টেনে দিলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার আফিফ হোসেন।
২০ বছর বয়সী এই খেলোয়াড় মোসাদ্দেক হোসেনকে সাথে নিয়ে ৩ উইকেটে উজ্জীবিত করলেন ক্রিকেট অঙ্গন।
৮২ রানের জুটিতে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা পিটিয়ে মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।
এর আগে আফগানিস্তানের কাছে চট্টগ্রাম টেস্টে হারের পর বড় লজ্জায় পড়েছিল টাইগার বাহিনী।
অবশেষে জিম্বাবুয়েকে ১৮ ওভারে ১৪৪ রানে বেঁধে ফেলার পর বহুল প্রত্যাশিত জয় পেল বাংলাদেশ।