গাজীপুরের ভবানীপুরে ‘২০ লাখ টাকার বনভূমি’ দখল!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের ভবানীপুর বাজার থেকে মুক্তিযোদ্ধা কলেজ রোড দিয়ে অল্প এগোলে হেকমত আলীর বাড়ি।

রাস্তা সংলগ্ন আনুমানিক আড়াই গন্ডা জমিতে টিনশেড বাড়ি ও দুটি আধা পাকাসহ চারটি দোকান ঘর নির্মাণ করা হয়েছে।

মাহনা ভবানীপুর মৌজার সিএস ও এসএ ১৪১৫ নং দাগের ওই জমি বন বিভাগের নামে গেজেটভুক্ত।

বিট অফিস উচ্ছেদ অভিযানের বদলে কিছু কিছু ভেঙে প্রতিরোধের চেষ্টা করলেও কোন ফল হয়নি।

এলাকাবাসী জানান, হেকমত ও তার স্ত্রী তাসলিমা আক্তার অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির। তারা জমিটি দখল করে স্থাপনাগুলো নির্মাণ করেছেন।

দখলীয় জমির স্থানীয় বাজারমূল্য অন্তত ২০ লাখ টাকা। জাকির মার্কেট এলাকায় পৈতৃক ভিটা থাকলেও বনের জমিতে তাদের লোভ ঝেঁকে বসেছে।

তারা আরও জানান, হেকমত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যের মামলাও রয়েছে।

ভবানীপুর বিট অফিসের বনপ্রহরী মশিউর রহমান আলোকিত নিউজকে বলেন, চলতি মাসে কাজ শুরু করলে দুই-তিনবার ভেঙে দেওয়া হয়। এরপরও হেকমত ও তার স্ত্রী কাজ করেন।

ভাওয়াল রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, আমরা মামলা দিয়েছি। আগেও মামলা থাকার কথা।

এ ব্যাপারে হেকমত আলীর সাথে কথা বললে তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেন।

আরও খবর