শ্রীপুরে ২০০ বাড়ি ও ইউনিলিয়্যান্স টেক্সটাইলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে প্রায় ২০০ বাড়ি ও একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

গাজীপুর তিতাসের ম্যানেজার অজিত চন্দ্র দেব জানান, কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার প্রায় ২০০ বাড়িতে নিম্নচাপের ৬০০ অবৈধ সংযোগ ছিল। যে কোন সময় দুর্ঘটনা ঘটে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।

এ ছাড়া দক্ষিণ ভাংনাহাটি এলাকার ইউনিলিয়্যান্স টেক্সটাইল মিলসের পাঁচ কোটি ১৪ লাখ টাকার বিল বকেয়া রয়েছে।

তারা প্রায় এক বছর ধরে বিল পরিশোধ না করে উচ্চ মহলের সুপারিশ নিয়ে সংযোগ অব্যাহত রাখে।

আরও খবর