অসাম্প্রদায়িক চেতনার পরিকল্পিত লালন জরুরি : শহীদুল্লাহ সিকদার
আলোকিত প্রতিবেদক : গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার এক অনন্য উদাহরণ।
তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই সমঅধিকার নিয়ে নাগরিক দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছেন। অসাম্প্রদায়িক চেতনাকে পরিকল্পিতভাবে লালন করা জরুরি।
গাজীপুরের কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক আলোচনা সভায় শহীদুল্লাহ সিকদার এসব কথা বলেন।
পার্টির উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা এম এ গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন সোলায়মান খান, রিয়াজ উদ্দিন, সুশান্ত দেবনাথ, রেজাউল করিম প্রমুখ।