ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব : ৮ জেলায় নিহত ১০

আলোকিত প্রতিবেদক : ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে আট জেলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

রবিবার ভোরে উপকূলীয় এলাকায় আঘাত হানার পর এসব প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে খুলনায় দুজন, পিরোজপুরে দুজন, বরিশালে একজন, পটুয়াখালীতে একজন, বরগুনায় একজন, বাগেরহাটে একজন, গোপালগঞ্জে একজন ও শরীয়তপুরে একজন রয়েছেন।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, বুলবুলের তাণ্ডবে দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

খুলনার দাকোপ উপজেলায় ঝড়ের সময় গাছচাপায় প্রমীলা মন্ডল (৫২) ও দীঘলিয়ার সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছেন।

পিরোজপুরের নাজিরপুরে ঘরের ওপর গাছ পড়ে ননী গোপাল মন্ডল (৬৫) ও ভান্ডারিয়া উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মাদারশী এলাকায় গাছচাপায় আশালতা মজুমদার (৬৫) নিহত হয়েছেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুরা এলাকায় হামেদ ফকির (৬৫) প্রাণ হারিয়েছেন।

বরগুনা সদরের ডি এন কলেজ আশ্রয় কেন্দ্রে হালিমা খাতুনের (৬৫) মৃত্যু হয়েছে।

বাগেরহাটের রামপাল উপজেলার উজোলপুর ইউনিয়নের ভরসাপুর গ্রামে গাছচাপায় সামিয়া আক্তার (১৫) নিহত হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে গাছচাপায় সেকেল হাওলাদার (৭০) নিহত হয়েছেন।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেউজুড়ি গ্রামে গাছচাপায় আলী বক্স ছৈয়াল (৬৮) নিহত হয়েছেন।

আরও খবর