ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬

আলোকিত প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছ্নে।

সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মদনমোরাদ গ্রামের আলামিন (৩৫), আনোয়ারপুরের ইউসুফ (৩৫), চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও গ্রামের সুজন (২৪) এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাগাঁও গ্রামের মজিবুর (৫০) ও তার স্ত্রী কুলসুম (৪২)।

স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এক নম্বর লাইনে ঢুকছিল। এ সময় ঢাকাগামী তূর্ণা নিশীথার চালক সিগনাল অমান্য করে মূল লাইনে ঢুকে পড়লে সংঘর্ষ হয়।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আরও খবর