কার্গো বিমানে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত
আলোকিত প্রতিবেদক : রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম এখন ২০০ থেকে ২৫০ টাকা।
এ অবস্থায় পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারিভাবে টিসিবি তুরস্ক থেকে এবং বেসরকারিভাবে এস আলম গ্রুপ মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে।
শুক্রবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এস আলম গ্রুপ ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানি করবে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ করা সম্ভব হবে।
সমুদ্র পথে আমদানিকৃত পেঁয়াজের সবচেয়ে বড় চালান বাংলাদেশের পথে রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পেঁয়াজ পরিবহনে কয়েক দিনের জন্য সমস্যা হয়েছিল।
মন্ত্রণালয় বলছে, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ পেঁয়াজ অবৈধভাবে মজুত বা কারসাজি করে অতি মুনাফা অর্জনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাজার মনিটরিং করার জন্য বেশ কয়েকটি টিম কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে।