শাকিব খানকে রাজউকের ১০ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : বাড়ি নির্মাণে নকশা না মানায় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্র জানায়, নিকেতন এলাকার ই-ব্লকের ৬ নম্বর রোডের ১ নম্বর হোল্ডিংয়ে শাকিব খানের ১০ তলা বাড়ির নির্মাণ কাজ চলছে।
এ সময় অনুমোদিত নকশা না মানার প্রমাণ পাওয়ায় তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।