শ্রীপুরে যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাঙচুর-চাঁদাবাজির ৩ মামলা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিক বহনকারী গাড়ি চলাচলে বাধা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা ও পৌর যুবলীগের কয়েকজন নেতা-কর্মী ও তাদের অনুসারীদের বিরুদ্ধে থানায় তিনটি মামলা করা হয়েছে।

চায়না মালিকানাধীন প্রোস্টার অ্যাপারেলস নামের কারখানাটি গোসিংগা ইউনিয়নের পটকা এলাকায় অবস্থিত।

আসামিরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হাবিবুর রহমান জুয়েল, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম ওয়াসিম, সহযোগী মামুন, সেলিম মুন্সি, শাকিল, খলিল, রিফাত, শাকিল-২, সুজন, সৌরভ, সোহেল, জসীম, ফাহাদ, শিশির দে, আল আমিন, দেলোয়ার, খোরশেদ, ইমরান, শাকিব ও জাকির।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহম্মেদ মঙ্গলবার রাতে একটি, গাড়ির ঠিকাদার ইউসুফ প্রধান একটি এবং চালক রাসেলের স্ত্রী সোমবার রাতে অপর মামলাটি করেন।

এজাহারে বলা হয়, স্থানীয় বেলায়েত এন্টারপ্রাইজকে কারখানায় শ্রমিক আনা-নেওয়ার জন্য ১৪টি বাস সরবরাহের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। সে অনুযায়ী নিয়মিত শ্রমিক বহন ও উৎপাদন চলে আসছিল।

আসামিরা বেশ কিছুদিন ধরে জোর করে ওয়ার্ক অর্ডার ও কারখানার কাজ নেওয়ার জন্য শ্রমিকদের যাতায়াতে বাধা ও হুমকি দিয়ে আসছেন। মঙ্গলবার সকালে তিনজন চালককে মারধর ও পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।

ঠিকাদার ইউসুফ জানান, তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় কারখানায় তাদের ঠিকাদারি ও ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়।

প্রশাসনিক কর্মকর্তা ফারুক জানান, কারখানায় এক হাজারেরও বেশি শ্রমিক রয়েছে। অভিযুক্তদের কর্মকাণ্ডে গত দুই দিন ধরে শ্রমিক উপস্থিতি ও উৎপাদন অনেক কমে যায়।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, আসামিদের গ্রেফতারে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।

আরও খবর