শ্রীপুরে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার : ১০ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ককটেল ফাটিয়ে ও গুলি ছুড়ে দুটি স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মালামালসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গাজীপুর, ঢাকা, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পাবনা, রাজবাড়ী ও মাদারীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রবিবার পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন মনির মোল্লা ওরফে আকু (৩৮), আলমগীর হোসেন (৪০), নান্নু শেখ (৩৮), সাইদুর সরদার (৪৪), বাদশা বাবু (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), সুজন (২৪), ছুম্মা খাতুন (৩২) ও বিবেক পাল (৪২)।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ঘটনার পর থেকে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪৩ ভরি স্বর্ণালংকার, টাকা, সাতটি ককটেল, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর আগে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় উপজেলার জৈনাবাজারের নিউ দিপা জুয়েলার্স ও লক্ষ্মী জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
এতে বাধা দিতে গিয়ে দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার (৪৯) গুলিবিদ্ধ হন।