কাপাসিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পাবুর স্কুলের সুইটি
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছলিমা আক্তার সুইটি।
তিনি গত ২০০৯ সালে কাপাসিয়া ইউনিয়নের ১০২ নং পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
বুধবার জাতীয় শিক্ষা পদক-২০১৯ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার সভাপতিত্বে বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আবদুর রহিম, স্কাউট কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল প্রমুখ।
সুইটি ১৯৯৮ সালে বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন এবং ২০০৮ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান।
তিনি গত বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ও চলতি বছর পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড লাভ করে।
সুইটি তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব মাস্টারের মেয়ে এবং তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শামসুল হুদা লিটনের স্ত্রী।