বগুড়ায় ছাত্রদলের হামলায় এএসপিসহ আহত ৫ : আটক ২০

আলোকিত প্রতিবেদক : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় নেতা-কর্মীদের হামলায় এএসপিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার দুপুরে শহরের সাতমাথা এলাকার শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার এএসআই আশরাফুল ইসলাম, পুলিশ লাইনসের কনস্টেবল পারভেজ, সিফাত ও মামুন।

পুলিশ জানায়, দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হলেও নেতা-কর্মীরা শহীদ মিনার চত্বরে জমায়েত হন। সেখানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু শোভাযাত্রার জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় ২০-২৫ জন নেতা-কর্মী জুতা পায়ে শহীদ মিনারে উঠলে পুলিশ বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা চালান।

লাঠির আঘাতে এএসপি সনাতন চক্রবর্তীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয় এবং কনস্টেবল পারভেজের মাথা ফেটে যায়।

এএসপি সাংবাদিকদের জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা অস্ত্রও কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। তখন ধৈর্যের পরিচয় দিয়ে সমাবেশ থেকে ফেরার পথে ২০ জনকে আটক করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী দাবি করেন, সদর ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদের মৌখিক অনুমতি নিয়ে নেতা-কর্মীরা পার্কে জমায়েত হন। শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ও হামলার অভিযোগ সঠিক নয়।

আরও খবর