গাজীপুরে ৭ ইটভাটা গুঁড়িয়ে ৫৪ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সাতটি অবৈধ ইটভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নগরীর কোনাবাড়ি থানার বাঘিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় একটি ভাটার ড্রাম চিমনি।
একই সাথে আইজুদ্দিন ব্রিকস-১ ও ২-কে ১২ লাখ, অলি ব্রিকসকে ২০ লাখ, একতা ব্রিকসকে ছয় লাখ, সুপার ব্রিকসকে পাঁচ লাখ, ৮৮৮ ব্রিকসকে পাঁচ লাখ ও আশা ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ কার্যালয়ের উপ-পরিচালক আবদুস সালাম, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ প্রমুখ।