গাজীপুর দলিল লেখক সমিতির নির্বাচন নিয়ে তালবাহানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন নিয়ে তালবাহানা চলছে।

কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা না করে কালক্ষেপন করছে।

বৃহস্পতিবার সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী এ কে এম মনিরুজ্জামান সোহেল এ অভিযোগ করেন।

সাব-রেজিস্ট্রি অফিসের তৃতীয় তলায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, গত দুই বছরেও সমিতির নির্বাচন হয়নি। অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।

সদস্যদের স্বার্থে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে সোহেল আরও বলেন, অ্যাডহক কমিটি ইলেকশন অথবা সিলেকশনে ব্যর্থ হলে আমরা আইনমন্ত্রীর কাছে যাব।

উল্লেখ্য, অ্যাডহক কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন খান। সাবেক বিতর্কিত সাব-রেজিস্ট্রার মনিরুল ইসলাম নির্বাচনী প্রক্রিয়া আটকে রাখেন বলে অভিযোগ।

আরও খবর