চট্টগ্রামে ‘রাজনৈতিক গণহত্যায়’ ৫ পুলিশের ফাঁসি

আলোকিত প্রতিবেদক : ১৯৮৮ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়িবহরে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে চট্টগ্রাম বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন গোপাল চন্দ্র মন্ডল, প্রদীপ বড়ুয়া, মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শাহ আবদুল্লাহ।

মামলার প্রধান আসামি মহানগর পুলিশের তৎকালীন কমিশনার মীর্জা রকিবুল হুদা মারা গেছেন ও গোপাল পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘি ময়দানে শেখ হাসিনার জনসভায় যাওয়ার আগে পুলিশের গুলিতে ২৪ নেতা-কর্মী নিহত হন। এরশাদ সরকারের পতনের পর আইনজীবী শহীদুল হুদা বাদী হয়ে আদালতে মামলা করেন।

আরও খবর