শ্রীপুরে ফরেস্টারকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে বন কর্মকর্তাকে মারধর করে মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী।

উপজেলা সদরের লোহাগাছ ফালু মার্কেট এলাকায় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সিংড়াতলী বিট কর্মকর্তা সেলিম মিয়া, কর্মচারী গোলাম রাব্বানী ও সোর্স আবদুল জব্বার।

স্থানীয় মোয়াজ্জেম হোসেন জানান, তিনি বিদেশ থেকে ফিরে সপ্তাহ খানেক আগে পৈতৃক জমিতে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। পরে বিট কর্মকর্তা এসে জটিলতা এড়াতে ঘুষ দাবি ও বাধা দেন।

তখন বিট কর্মকর্তার সাথে এলাকার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

গোলাম রাব্বানী জানান, বনের জায়গা দখল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মোয়াজ্জেম এলাকার লোকজন নিয়ে হামলা চালান। বিট কর্মকর্তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

তিনি আরও বলেন, আমি একটি বাড়িতে ঢুকে আত্মরক্ষা করি। পরে বন বিভাগের সদস্যরা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, বিট কর্মকর্তা সেলিম মিয়া বাদী হয়ে বুধবার বিকেলে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও খবর