সড়ক আইনের সচেতনতা সৃষ্টিতে ‘সিক্সটি ফোর এক্সপ্রেস’
আলোকিত প্রতিবেদক : সড়ক আইন নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশে পাঁচ তরুণ-তরুণী মোটরসাইকেলযোগে ১৪ দিনে ৬৪ জেলা পরিভ্রমণ করেছেন।
‘সিক্সটি ফোর এক্সপ্রেস’ নামক বাইকার গ্রুপের উদ্যোগে এ ব্যতিক্রম কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক আশরাফুল আলমের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর গ্রামে।
তিনি আলোকিত নিউজকে জানান, তারা গত ১২ জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা পরিভ্রমণে বের হন। পথে পথে বাইকারদের সাথে সড়ক নিরাপত্তা ও নতুন সড়ক আইন নিয়ে কথা বলেন।
অপর চারজন হলেন মুশফিকুর রহমান নাকিব, নাবিল আর রাফি, রনি খন্দকার ও ফারজানা আরমান। স্বেচ্ছাসেবী এই সংগঠন ভবিষ্যতে সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।