ভালবাসা দিবসে নিপার নতুন মিউজিক ভিডিও
আলোকিত প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে রংধনু মিউজিক স্টেশনের ব্যানারে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী মাহমুদা ইয়াসমিন নিপা।
এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মত একক গান নিয়ে ভক্তদের মাঝে হাজির হচ্ছেন।
তকবির হুসাইনের কথায় ‘প্রেম জ্বালা’ শিরোনামের গানটিতে সুর করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর আলামিন খান।
নিপা জানান, মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তৌফিক। গানটির কথা এবং সুর খুব ভাল হয়েছে। দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।
এদিকে নিপা গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি চলছে কলেজের পড়াশোনা।
তিনি শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মরিচারচালা গ্রামের সাংবাদিক কাজী মকবুল হোসেনের কন্যা।