গাজীপুরের বিলাশপুরে রাস্তা বন্ধ করে ধূর্ত নূরজাহানের ঘর নির্মাণ!
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের উত্তর বিলাশপুরে রাস্তা বন্ধ করে সীমানার ওপর জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মহানগরীর ২৬ নং ওয়ার্ডের উত্তর বিলাশপুরে ছয় কাঠা জমির মালিক সাংবাদিক মাজহারুল ইসলাম কাঞ্চন ও তার ভাই জহিরুল ইসলাম সোহেল। তাদের বাড়ির পশ্চিম পাশে সীমানার ওপর ঘর নির্মাণ করছেন প্রতিবেশী নূরজাহান বেগম।
এর ফলে কাঞ্চন পরিবারের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তাদেরকে এখন আরেকজনের বাড়ির ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
কাঞ্চন অভিযোগ করেন, নূরজাহান সিটি করপোরেশনের আইন অমান্য করে সীমানার ওপর ঘর নির্মাণ করছেন। তাকে বারবার রাস্তার জায়গা রেখে কাজ করার কথা বললেও তিনি তোয়াক্কা করেননি।
পরে গত ৪ জানুয়ারি মেয়র বরাবর লিখিত অভিযোগ করা হয়। সিটি করপোরেশন ওই দিনই নূরজাহানকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেয়। এতেও তিনি থামেননি।
পরে স্থানীয় মহিলা কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার ঘটনাস্থলে গিয়ে তাকে বলেন, আপনি এক ইঞ্চি জায়গা না রেখে সীমানার ওপর কীভাবে ঘর করছেন। কাজ বন্ধ করেন।
এদিকে গত ৬ জানুয়ারি মহিলা কাউন্সিলর নূরজাহানকে তার অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ দেন। তিনি হাজির হননি।
পরে জোনের সভাপতি গত ১১ জানুয়ারি তাকে সিটি করপোরেশনে হাজির হওয়ার জন্য নোটিশ দেন। এরপরও তিনি হাজির হননি।
স্থানীয় লোকজন জানান, নূরজাহান ধূর্ত প্রকৃতির। তিনি অন্যের রাস্তা দিয়ে চললেও নিজে অন্যকে রাস্তা দিচ্ছেন না। তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর হওয়া উচিত।