কাপাসিয়ার কুলুপাড়ায় ‘কিশোর গ্যাং’ গ্রুপের মাথাচাড়া
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার কুলুপাড়ায় কিশোর গ্যাং গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে।
এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ২৩ ফেব্রুয়ারি রক্তাক্ত জখম হয়েছেন ভেকুচালক আল-আমিন (২০)।
এ ঘটনায় তার বাবা বাদশা মিয়া থানায় লিখিত অভিযোগ করলেও অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি।
সরেজমিনে জানা যায়, উপজেলা শহরের বাসস্ট্যান্ডের উত্তর পাশের নারায়ণপুর রোডে কুলুপাড়া। সেখানকার নাসির মিয়ার ছেলে শুভ (২০) কিশোর গ্যাং গ্রুপের লিডার।
তার বিরুদ্ধে চাইনিজ কুড়াল দিয়ে কোপানোসহ একাধিক মামলা ও মোটরসাইকেলে ঘুরে বখাটেপনার অভিযোগ রয়েছে।
অপর অভিযুক্তরা হলেন হানিফের ছেলে বিপুল, ফারুক ড্রাইভারের ছেলে আরিফ ও মিয়ার উদ্দিনের ছেলে শরীফ।
আল-আমিন আলোকিত নিউজকে জানান, ওই দিন আফসার উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছিল। তখন এক এসএসসি পরীক্ষার্থীর মা ও ভাই শুভকে ডেকে মোবাইলে বিরক্ত না করতে অনুরোধ করেন।
এ সময় ওই ছাত্রীর ভাইয়ের বন্ধু আল-আমিনও শুভকে ‘ছোট ভাই’ সম্বোধন করে বিরক্ত না করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা পাশে থাকা লাকড়ি দিয়ে মারপিট শুরু করেন।
আল-আমিনকে রক্ষা করতে গিয়ে ছাত্রীর মা ও আরেক বন্ধু নিষাদ হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাদশা মিয়া জানান, থানায় অভিযোগ করায় তাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। পুলিশ তৎপর না হলে সন্ত্রাসী কর্মকাণ্ড থামবে না।
একাধিক এলাকাবাসী জানান, গ্রুপটি ছিনতাই ও মাদক বেচাকেনার সাথেও জড়িত। তারা ভয়ে মুখ খোলার সাহস পান না।
এ ব্যাপারে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।