গাজীপুরের ভবানীপুরে বনভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

সাইফুল ইসলাম : গাজীপুরে বনভূমি দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট অফিস।

বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশে বিট কর্মকর্তা নাজিম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

নাজিম উদ্দিন আলোকিত নিউজকে জানান, ভবানীপুর বাজারের পশ্চিম পাশে সিএস ১৪২২ ও আরএস ৮৩৪৬ নং দাগের প্রায় ছয় শতাংশ বনভূমি দখল করে বাড়ি নির্মাণ করছিলেন আলমগীর হোসেন।

খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে তা ভেঙে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানে সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন বনপ্রহরী কামরুজ্জামান মোল্লা, মশিউর রহমান, মাকসুদুর রহমান ও সুভাষ দাস।

আরও খবর