শেখ ফাহিমের কবিতা ‘করোনায় সচেতন হই’
করোনায় সচেতন হই
-সাইফুদ্দিন শেখ ফাহিম
দেশে এলো নতুন রোগ করোনা
প্রতিষেধক তার এখনো অজানা
হাঁচি-কাশি ও সংস্পর্শ পেলে
করোনা তার বিস্তারের পাখা মেলে।
হাত দ্বারা স্পর্শ করলে নাক-মুখ-চোখ
ভাইরাস পায় দেহে প্রবেশের সুযোগ।
চায়ের স্টল, আড্ডাস্থল
ভাইরাস সংক্রমণের ঝুঁকি
পাবলিক প্লেস এড়িয়ে চলি
নিজ ও স্বজন বাঁচি।
সাবান-পানিতে করলে হাত পরিষ্কার
সংক্রমণ থেকে পাবে কিছুটা নিস্তার।
হাঁচি-কাশি দিলে
রুমাল বা টিস্যু ধরবো মেলে
প্রয়োজনে যদি যাই বাইরে
মাস্কের বিকল্প কিন্তু নাইরে।
গরম লেবুজল খেলে
রোগ প্রতিরোধে ক্ষমতা
দেহে যায় মিলে।
বাঁচতে যদি চাও
অবাধ চলাফেরা বন্ধ করে দাও।
যেখানে সেখানে ফেললে থুতু-কাশি
জুতোর তলদেশে বয়ে আসবে বাড়ি।
পরিস্থিতি মোকাবিলায়
সচেতনতা ও মানবিকতার বিকল্প নাই
আছেন যত ব্যবসায়ী সম্প্রদায়
ন্যায্য মূল্যে পণ্য বেচবেন ভাই।
বিশ্বে করোনা এখন মহামারি
তাই লকডাউন মেনে চলা জরুরি।
না বুঝে কেউ খাব না ওষুধ
অমান্য করবো না ডাক্তারের নিয়ম
জনগণ হলে সচেতন
নিপাত যাবে সর্বনাশা করোনা ডন।