শ্রীপুরে প্রবাসীকে কোয়ারেন্টাইনে থাকতে বলায় সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা মোড় এলাকায় রবিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক গণমুক্তির প্রতিনিধি মোক্তার হোসেন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মোক্তার আলোকিত নিউজকে জানান, একই এলাকার নাসির উদ্দিন এক মাস আগে নেপাল থেকে দেশে আসেন। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিলেও তিনি না মেনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন।

বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে নাসির ক্ষিপ্ত হন। তিনি মোক্তারকে গালিগালাজ ও হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকি দেন।

এ ব্যাপারে নাসির উদ্দিন বলেন, তিনি ইমিগ্রেশন ও প্রশাসনের অনুমতি নিয়ে বাড়িতে ফিরেছেন। মোক্তারের সাথে তার কোন কথা হয়নি। এমনকি হুমকিও দেননি।

শ্রীপুর থানার এসআই হারুন মিয়া বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেব। পাশাপাশি বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করব।

আরও খবর